[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৮ আশ্বিন ১৪৩২

প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫, ২০:৪৬

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন তাবিথ আওয়াল।

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৩.৩০ মিঃ দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৃষ্টির মধ্যেও হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ ।

দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর মোট ১৬ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে এস এফ সি শাহজাহানপুর ইউনিয়ন ও দেবীনগর আদর্শ যুব উন্নয়ন সংস্থার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দেবীনগর ১-০ গোলে জয়লাভ করে। এতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল রানারআপ ও চ্যাম্পিয়ন উভয় দলকে ক্রেস্ট ও পুরস্কার হাতে তুলে দেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর