[email protected] সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ২১:১৬

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ অক্টোবর) ১০৪ নং রানিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মো. মামুন হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের আমির মো. মুনিরুল ইসলাম ও কাজী নয়ালাভাঙ্গা ইউনিয়নের মো. জাফর ইকবাল। এছাড়াও স্থানীয় সচেতন সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মোট ৩৭০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আয়োজকরা জানান, মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর