[email protected] সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ২২:৩২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের চক আলমপুর ঈদগাহ্ মাঠের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

অভিযানে মোঃ আব্দুর রশিদ (২৭), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-চর শেখালীপুর ডোডাপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর