সংগৃহিত ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কু্লি-শ্রমিকেরা।
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রহনপুর পৌরসভার নুনগোলায় অবস্থিত বিএডিসি সারগুদামের কুলি -শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে
এ মিছিল করে।
পরে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া আল-আমিন নামের এক শ্রমিক নেতা জানান, রহনপুর পৌরসভার উদয় নগর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো: রুবেল (৩৫) দীর্ঘ দিন ধরে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পরবর্তী সময়ে কিছু দিনের জন্য সাময়িক চাঁদা আদায় বন্ধ রাখে। তবে এখন পুনরায় শ্রমিকদের নিকট চাঁদা আদায় দাবি করছে।
চাঁদা দেওয়ায় সম্মত না হলে রুবেল শ্রমিকদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার জন্য তারা গত মঙ্গলবার ইউএনও মহোদয়কে একটি লিখিত অভিযোগ দিয়ে আসেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছাত্র সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়টি অবগত করা হয়েছে এবং এ বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: