চাঁপাইনবাবগঞ্জ জেলা নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে জেলা সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন নব-নিযুক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। সেখানে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মত-বিনিময় ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
কোন ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়না এমন প্রশ্নের প্রেক্ষিতে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, বিভিন্ন কারণে পুলিশ মিডিয়ার সামনে কথা বলতে চায়না। তবে মিডিয়ায় কথা বলার জন্য নিদ্রিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হতে পারে।
পুলিশ কবে থেকে সক্রিয়ভাবে কাজ শুরু করবে জানতে চাইলে মোঃ রেজাউল করিম বলেন, পুলিশ ইতিমধ্যেই সক্রিয় হয়ে গেছে। পুলিশের আভ্যন্তরীণ আরোও কিছু সংস্কার হবে। তারপর পুরো দমে সক্রিয় হবে পুলিশ।
ইতিপূর্বে রাজনৈতিক কারণে যেসকল মামলাগুলো থানা গ্রহণ করা হয়নি সেগুলো পুনরায় গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেগুলোর বিষয়ে সার্বিক বিবেচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আবারো পরবর্তী ক্ষমতাসীন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে করবে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, এখন পুলিশ রাজনৈতিক নয়, এই মুহূর্তে পুলিশ কোন দলের সাথে নাই। আমরা অন্তবর্তী সরকারের আওতায় আছি।
অন্যান্য প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে কোন আয়নাঘর থাকবে না, মাদকের চেয়ে খারাপ কিছু নাই। এটার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। কোন মোড়ে যানজট সৃষ্টি করে চাঁদাবাজি হলে তা বন্ধ করা হবে।
এছাড়াও জেলার অন্যান্য নানাবিধ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে করেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: