চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সুন্দরপুর ইউনিয়নে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়।
সুন্দরপুর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, উপজেলা সহকারী সেক্রেটারি এ্যাড.গোলাম মোস্তফা, ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: রবিউল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে নূরুল ইসলাম বুলবুলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: