[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

রহনপুরে মাদক ও পতিতাবৃত্তি বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ২৩:১১

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক ও পতিতা বৃত্তি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (১২ অক্টোবর) বিকালে রহনপুর পৌর এলাকার পুনর্ভবা- মহানন্দা (পিএম) আইডিয়াল কলেজ মোড়ে এ মানববন্ধন করে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, রহনপুর পৌর এলাকার বেগুনবাড়ি-দিঘিপাড়া গ্রামে একটি বাড়িতে দীর্ঘদিন যাবত মাদক ও দেহ ব্যবসা করে আসছিলো সুন্দরী নামে এক দেহ ব্যবসায়ী।
ইতিপূর্বে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেও এর কোনো প্রতিকার হয়নি।

গতকাল (১১ অক্টোবর) স্থানীয় জনগণ ওই দেহ ব্যবসায়ী মহিলার বাড়ি ঘেরাও করে
পতিতা বৃত্তি হাতেনাতে ধরে এবং বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। পরে পুলিশ প্রশাসন এসে তা নিয়ন্ত্রণ করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পুনর্ভবা-মহানন্দা আইডিয়াল কলেজের প্রফেসর মোঃ সারোয়ার জাহান, বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুল ইসলাম (মিরু), নজরুল ইসলাম, মান্নান বিশ্বাস, ছাত্র প্রতিনিধি নাহিদ, সাগর, মোস্তাকিম, তিলা খাতুন, মুনিরা বেগম, সহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এলাকায় কোনো প্রকার মাদক বিক্রি ও দেহ ব্যবসা হোক এটা আমরা চাই না। এক্ষেত্রে আমরা সকলে শক্ত হাতে দমন করব।
এতে আমরা প্রশাসনের সার্বিক সহায়তা কামনা করি।

মানববন্ধনে ৪টি গ্রাম তথা বেগুনবাড়ি,দিঘিপাড়া কলেজপাড়া ও লালকোপড়া গ্রামের শত শত মানুষ অংশগ্রহণ করে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর