[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ৯.৫ গ্রাম হেরোইনসহ মা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৮

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯.৫ গ্রাম হেরোইনসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে সদর উপজেলার দশরশিয়া গ্রামে অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল।

অভিযানটি পরিচালিত হয় উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে। অভিযানে দশরশিয়া গ্রামে আসামি মো. সেলিম রেজা (২৫) ও তার মা মোসা. চেমালী বেগম (৪৮)-এর নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৯.৫ (নয় দশমিক পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার মা-ছেলে দুজনই মৃত আমির হোসেনের পরিবারভুক্ত এবং তারা সদর মডেল থানার দশরশিয়া গ্রামের বাসিন্দা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর