[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৯ আশ্বিন ১৪৩২

শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ২৩:৫০
আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০৮:১০

ফাইল ছবি

গণমাধ্যমকর্মীদের কল্যাণে’ — এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আত্মপ্রকাশ করেছে ‘শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন’।

সোমবার (১৩ অক্টোবর) রাতে শিবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আহসান হাবিব, এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি তারেক রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মামুন অর রশিদ
সহ-সাধারণ সম্পাদক: মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি শামসুন্নাহার সোহানা
কোষাধ্যক্ষ: আমার বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন
দপ্তর ও প্রচার সম্পাদক: আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিক ইসলাম সিকো
নির্বাহী সদস্য: বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন,
বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম,
এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর