[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মশক ও নাসিহা প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মশক ও নাসিহা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ও প্রসিদ্ধ ক্বারী শায়খুল কুররা মাওলানা মো. আনিসুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মশক ও নাসিহা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাবালুন নূর ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মাওলানা আবুজার গিফারী, সদস্য অধ্যাপক মাওলানা আবু বকর, মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ গোলাম রাব্বানী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. খাইরুল আবরার, আলিয়া মাদ্রাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন, মাওলানা রবিউল ইসলাম ও মাওলানা শরিফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক, সূধীজন ও ছাত্রবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সমন্বয় করেন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর