চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছে। আহতরা সকলেই জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের সমর্থক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে জখম করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ- সম্পাদক ও সাবেক এমপি মো. আমিনুল ইসলামের সমর্থকদের উপর মারধর ও হামলার অভিযোগ করেছেন আহতের স্বজনরা।
জানা যায়, গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে। এরই ধারাবাহিকতায় গত ৩ দিন আগে আমিনুল ইসলামের সমর্থক তরিকুল, কামরুল, শফিকুলকে মারধর করে আব্দুস সালাম তুহিনের সমর্থকরা । এরই জের ধরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা করে আমিনুল ইসলামের সমর্থকরা। এতে অন্তত ১৭ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আহতদের নিয়ে আসা হলে তাদেরকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ জনের আহতের সংবাদ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: