[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী মাদকবিরোধী মোরগ লড়াই অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:১৬

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে ঐতিহ্যবাহী মাদকবিরোধী মোরগ লড়াই খেলা ও গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মহারাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনন্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ প্রভাব ও তা থেকে দূরে থাকার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মাদকবিরোধী মোরগ লড়াই খেলা। খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান লেখা খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স, লিফলেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর