[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

গোমস্তাপুরে সাংবাদিকদের বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিছু কুচক্র ব্যক্তি ফেসবুক ফেক আইডি খুলে সাংবাদিক ও রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, বানোয়াট, ধুম্রজাল সৃষ্টিকারী, ভিত্তিহীন, মানহানিকর, অশ্লীলতামূলক ও অনাকাঙ্খিত পোস্ট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর ) সকালে গোমস্তাপুর উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, এসব ফেক আইডির সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে করে পরবর্তীতে এরকমভাবে আর কোন মানুষের সম্মান নিয়ে খেলার সাহস কেউ না পায় ফেক আইডি খুলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ড: আব্দুল ওয়াদূদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, পুনর্ভবা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ দুলাল হোসাঈন, সাংবাদিক বাবুল হক, আল মামুন, আনোয়ার হোসেন,এরশাদ আলী, কাওসার আলী প্রমূখ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর