[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২

ভোলাহাটে মনোনয়ন প্রত্যাশী তারিক আহমদের ৩১ দফা লিফলেট বিতরণ

আলি হায়দার রুমান

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ২২:৫৯

ছবি- আলোকিত গৌড়

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের কর্মসূচি প্রচারের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ পথসভা ও গণসংযোগ করেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী তারিক আহমদ।

গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে শুরু করে বিএনপির প্রায় ১৫শ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়ন এর বিভিন্ন এলাকা ও বাজার-ঘাট প্রদক্ষিণ করেন। এসময় আপামর জনসাধারণের কাছে গিয়ে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় করেন। মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

পথসভায় তারিক আহমদ বলেন, আমি জনাব তারেক রহমান এর পক্ষ থেকে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের কাছে এসেছি। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষ সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত হবে।তাই ধানের শীষের বিকল্প নেই।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর