[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২

দেবীনগর জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ২১:৪১

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক প্রাণবন্ত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সদর উপজেলার দেবীনগর হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, জেলা মিডিয়া সম্পাদক এ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ, সদর উপজেলা সহকারী সেক্রেটারি এ্যাড. গোলাম মোস্তফা, এ্যাড. মাসুদ রানা, যুব বিভাগের পরিচালক গোলাম মাওলা, অফিস সম্পাদক মো. ওমর ফারুক, ইউনিয়ন জামায়াত সভাপতি গোলাম মূর্শেদ বাচ্চু ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শিবগাতুল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান সামাজিক অবক্ষয়, মাদক, বেকারত্ব ও নৈতিক অবনতি রোধে যুব সমাজকে ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।
বক্তারা ইসলামি আদর্শে গঠিত যুব সমাজের মাধ্যমে দেশে শান্তি, ন্যায় ও সাম্যের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর