মানবতার সেবায় নিবেদিত সংগঠন স্বপ্ন পূরণ হেল্পলাইন আবারও এক অনন্য উদ্যোগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। এক মৃত প্রবাসীর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
বুধবার (২২ অক্টোবর) সকালে সংগঠনের সদস্যরা ওই পরিবারের বাসায় গিয়ে দুই মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার এবং অল্প কিছু নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করেন।
সহায়তার অংশ হিসেবে যে বাজারসামগ্রী দেওয়া হয়েছে, তার মধ্যে ছিল—
চাল ৪০ কেজি, আটা ১৫ কেজি, তেল ১০ লিটার, আলু ১০ কেজি, পিঁয়াজ ১০ কেজি, আদা ১ কেজি, রসুন ১ কেজি, মুসুর ডাল ২ কেজি, বুটের ডাল ২ কেজি, হলুদ ৫০০ গ্রাম, মরিচ ৫০০ গ্রাম, ধনে ৫০০ গ্রাম, চিনি ২ কেজি, পেস্ট ১টা, হুইল ১ কেজি, সাবান ২টি এবং শ্যাম্পু ১ পাতা।
উক্ত মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ হেল্পলাইনের প্রধান উপদেষ্টা ডা. আব্দুস সামাদ, সভাপতি খালিদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থার খোঁজ নেন প্রধান উপদেষ্টা ডা. আব্দুস সামাদ। তিনি বলেন, “আমরা শুধু আজ নয়, ভবিষ্যতেও এই পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করতে চাই, ইনশাআল্লাহ।”
প্রবাসী আরিফুল ইসলাম স্ত্রী বিউটি বেগম এর সাথে এক ছেলে (সিয়াম আহমেদ) ও এক মেয়ে (বৃষ্টি) রেখে মৃত্যু বরণ করেন। এমতাবস্থায় তারা খুবই সংকটময় সময় অতিক্রম করছিলো। সংগঠনের এ সহায়তায় তারা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: