বুধবার (২২ অক্টোবর) বাদ মাগরিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, “চাঁদাবাজি-বোমাবাজি করে জনগণের ভোট পাওয়া যাবে না, বরং আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।”
তিনি বলেন, জনগণ সুযোগ দিলে চাঁপাইনবাবগঞ্জে শহর ও গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শহর ও গ্রাম সমানভাবে উন্নয়নের সুফল পাবে। রাষ্ট্রীয় সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।
বুলবুল আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ জানে কে কোথায় চাঁদাবাজি ও বোমাবাজি করে। নয়লাভাঙ্গা ইউনিয়নে কোন নেতা এসবের নেতৃত্ব দেয়, তাও জনগণ জানে।
নূরুল ইসলাম বুলবুল আহ্বান জানান—দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, বোমাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে নতুন বাংলাদেশ গড়ার। তিনি বলেন, “জামায়াতে ইসলামী সুখী-সমৃদ্ধ, কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য।”
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বুলবুল বলেন, “শুধু জনগণের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করায় বিগত ১৭ বছরে এক রাতও নিজের ঘরে ঘুমাতে পারিনি। আমার মতো জামায়াতে ইসলামীর লাখো নেতাকর্মী ঘরছাড়া, বাড়িছাড়া হয়েছে।”
তিনি অভিযোগ করেন, জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে মিথ্যা মামলায় বিচারিক হত্যা করা হয়েছে। তাদের ফ্যাসিবাদের কাছে মাথানত না করার কারণেই প্রাণ দিতে হয়েছে।
তিনি বলেন, জামায়াতের অফিস থেকে শুরু করে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও সাধারণ মুসল্লিদেরও দাঁড়ি-টুপি দেখে নির্যাতন চালানো হয়েছে, কিন্তু তাতেও জামায়াতে ইসলামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীহাটি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. আবু বকর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: