[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গ্রীনভিউ স্কুলে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৮

চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আজ (১৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ হাসান আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম। এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল হাই ফারুকি, আব্দুল ওয়াদুদ তুহিন, ফরহাদ আহমেদ সায়িম, মোঃ নাসির উদ্দীন, আজিজুর রহমান জুয়েল ও মইদুল ইসলাম।

উক্ত আলোচনা সভায় বক্তারা মহানবী স: এর জীবনাদর্শ আমাদের জীবনে ধারণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং আমাদের ব্যাক্তিগত থেকে রাষ্ট্রীয় জীবন কুরআন ও হাদিসের আলোকে পরিচালনার জন্য সবাইকে কাজ করার আহব্বান জানান।

পরবর্তীতে ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর