[email protected] শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
১০ কার্তিক ১৪৩২

চরবাগডাংগা সীমান্ত থেকে ৭টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ২০:১১

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক চরবাগডাংগা সীমান্ত থেকে অবৈধভাবে চোরাচালানকৃত ৭টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজানপুর ইউনিয়নের রাণীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকা সীমান্ত হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।


অভিযানকালে টহলদলটি পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর মধ্যবর্তী চরে ৩টি-মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর