[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নিহতদের সাহায্যে এগিয়ে গেলে একই স্থানে হামলার শিকার হয়ে আহত হয়েছেন মতিন মাস্টারের বড় ভাই টিটু ও

রানীহাটিতে জেলা পরিষদ সদস্যসহ ২জন নিহত

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ০০:০৯

সংগৃহিত ছবি

হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে এবং আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জের লায়লাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি কলেজ মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম সহ দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে সাড়ে আটটার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড়ে দুর্বৃত্তদের অতর্কিত ককটেলসহ গুলির হামলার শিকার হন জেলা পরিষদ সদস্য ও লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ফতেপুর গ্রামের আলহাজ্ব আব্দুল হান্নানের ছেলে আব্দুল মতিন মাস্টার সহ বেশ কয়েকজন।

নিহতদের সাহায্যে এগিয়ে গেলে একই স্থানে হামলার শিকার হয়ে আহত হয়েছেন মতিন মাস্টারের বড় ভাই টিটু ও সাদ্দাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার শিকার হন তারা। এমন ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার সাইদুল হাসান। তিনি সাংবাদিকদের জানান, হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে এবং আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর