চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের পর এবার নাচোলে ২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন ৬ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরের ৪ জন ও নাচোল উপজেলায় ২ জন রয়েছে। গত দুদিনে জেলার ৩ সরকারি হাসপাতালে বর্তমানে ৯ জন ডেঙ্গু রোগি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ এই খবর নিশ্চিত করেছেন।
মাহমুদুর রশিদ জানান, নতুন করে ৪ জন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন রোগীসহ ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবাইকে ডেঙ্গু কর্ণারে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ২৯জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: