চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (২০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপি’র একটি চৌকস টহল দল শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮২/২–এস এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট পাচারের সম্ভাবনার খবর পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ১০ মিনিটে টহল দল এলাকায় অবস্থান নেয়। এ সময় এক চোরাকারবারীকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৪ হাজার ৯৬০ পিস ভারতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। জব্দ করা এসব ট্যাবলেট সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: