[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৭ অগ্রহায়ণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ চারজন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

এম. হাসান

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ২০:২২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চাঁদলাই জোর বাগান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করেছে ডিএনসি। বুধবার (২০ নভেম্বর) দুপুর ৩টার দিকে জেলা ডিএনসির উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন—মো. আশা (৪২), পিতা মৃত শফিকুল, চাঁদলাই জোর বাগান; মো. আনোয়ার (৩০), পিতা মো. জাহির, চককীর্তি মোড়লপাড়া; মো. আব্দুল আলিম (২৫), পিতা মৃত আবু বক্কর, মহাডাঙ্গা; এবং মোহাম্মদ আলী (২৭), পিতা আনারুল, হেলালপুর। সকলেই সদর মডেল থানার অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দা।

অভিযানে ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

সাজা অনুযায়ী প্রথম আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, দ্বিতীয় আসামিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড, তৃতীয় আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চতুর্থ আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মাদকবিরোধী এই অভিযান সম্পর্কে ডিএনসির জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নির্মূলে ডিএনসির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর