চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পৃথক পৃথক অভিযানে ভারতীয় ৮টি গবাদিপশু জব্দ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা ভারত থেকে গরু এনে নদীতে ভাসিয়ে ও বিভিন্ন স্থানে লুকিয়ে রাখার মাধ্যমে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর ) ব্যাটালিয়নের অধীনস্থ মনোহরপুর, জহুরপুর ও জহুরপুরটেক বিওপির বিশেষ টহলদল সদর ও শিবগঞ্জ উপজেলার সূর্যনারায়নপুর এবং দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মোট ৮টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলো পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অভিযানটির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: