চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের তেকোনামাঠ গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৬৯০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. সজিব (৩০) নামে একজনকে আটক করা হয়।
আটক সজিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক গ্রামের নুরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ছয় মাস ধরে তিনি এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তেকোনামাঠ গ্রামে এসেছিলেন।
আটক আসামি ও উদ্ধার করা ইয়াবা চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: