৩য় বর্ষপূর্তি উপলক্ষে নিউ স্কয়ার হাসপাতাল আজ বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ে অবস্থিত হাসপাতালটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখার ব্যবস্থা করেছে।
ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা চোখ, শিশু, গ্যাস্ট্রো, সার্জারি, মেডিসিন, নাক-কান-গলা, হাড়-জোড়সহ নানা রোগের পরামর্শ দেবেন। সেখানে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়া ক্যাম্পে সকল ধরনের টিভি/এক্স-রে সম্পূর্ণ ফ্রি এবং সব পরীক্ষা ও ডায়াগনস্টিক সেবায় ২৬% ছাড় ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীদের সুবিধার জন্য বিকল্প সার্জারি ও উচ্চ চিকিৎসার সেবাও নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: