[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

জনগণের দাবির বিপক্ষে যারা, তাদের বয়কটের আহ্বান বুলবুলের

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ২২:৩৬

ছবি- আলোকিত গৌড়

ঢাকা মহানগর দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সহিংসতার মাধ্যমে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তিনি অভিযোগ করে বলেন, তারা জনগণের ন্যায়সঙ্গত দাবির বিপরীতে অবস্থান নিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে। আসন্ন জাতীয় নির্বাচনে “জনগণের দাবির বিপক্ষে থাকা” ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানান তিনি।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় দারিয়াপুর ঈদগাঁও ময়দানে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ভোটকেন্দ্র সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ৫ আগস্টের পর দেশ ‘নতুন বাংলাদেশ’–এর পথে এগোচ্ছে এবং জামায়াতে ইসলামী শহীদ পরিবার, আহত ও পঙ্গুদের আর্থিক সহায়তা, চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন।

নারীর নিরাপত্তা, বিদেশগমনকারী শ্রমিকদের সহায়তার জন্য ‘নিরাপত্তা সেল’ গঠনের পরিকল্পনা এবং নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিতে দল ক্ষমতায় গেলে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জকে কৃষিভিত্তিক ইপিজেড অঞ্চলে রূপান্তরের অঙ্গীকার করে তিনি বলেন, এতে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, যা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আলহাজ্ব বদিউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান এবং পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানী। এছাড়াও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর