চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এবং নূরুল ইসলাম বুলবুলের সৌজন্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে চরবাগডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরবাগডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: সানাউল্লাহ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, সদর উপজেলা সেক্রেটারি মো. সামিউল ইসলামসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
এই সময় বক্তারা বলেন, শীত কেবল একটি ঋতু নয়, এটি অনেক মানুষের জন্য একটি কষ্টের সময়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই দায়িত্ব পালনে সবসময়ই অগ্রণী ভূমিকা রাখবে। মানবতার সেবাই সর্বোচ্চ ইবাদত। নূরুল ইসলাম বুলবুলের মত সমাজসচেতন মানুষরা এগিয়ে এলেই সমাজে প্রকৃত পরিবর্তন আসে। আমরা চাই, প্রতিটি শীতার্ত মানুষ উষ্ণতার ছোঁয়া পাক। শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। শুধু শীতবস্ত্র নয়, বছরের বিভিন্ন সময় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে আরও কার্যক্রম নেওয়া হবে।
আয়োজকরা জানান, আগামীতেও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রসহ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: