[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের শীতবস্ত্র উপহার প্রদান

জাহিদুর রহমান

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ২১:৫১

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যোগে “শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি–২০২৫” এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এর কর্মসূচি শুরু করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ মামুন হাসান এবং জেলা পশ্চিমের সাবেক সভাপতি মোঃ বাইজিদ বোস্তামি।

বক্তারা বলেন, শীতপ্রবাহে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ছাত্রশিবিরের সামাজিক দায়িত্বের অংশ। শীতকাল জুড়ে বিভিন্ন স্থানে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা জানান।

শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর