[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় দুই গরু চোরাকারবারি ও বাংলাদেশি সহযোগী আটক

এম. হাসান

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৩

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকা থেকে ভারতীয় দুই গরু চোরাকারবারি ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১টার দিকে মাসুদপুর বিওপির সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামের মো. আব্দুল কাদির (৩০) এবং মো. দেলোয়ার হোসেন (৩৪)। বাংলাদেশি সহযোগী হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের মো. মারুফ (১৭)।

বিজিবি জানায়, গত ৩ ডিসেম্বর ভোরে দুই ভারতীয় চোরাকারবারি কাটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরাকারবারি মো. ফজেলের কাছে গরু হস্তান্তর করে। পরে বিজিবির টহল জোরদার হওয়ায় তারা দেশে ফিরতে না পেরে ৪ ডিসেম্বর পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকে। পরদিন স্থানীয় সহযোগী মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়ায় আশ্রয় নেয়। আটক ভারতীয় চোরাকারবারি ও বাংলাদেশি সহযোগীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর নজরদারিতে রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর