জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস), চাঁপাইনবাবগঞ্জের নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন)। তিনি শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (৬ ডিসেম্বর) শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
বার্ষিক সাধারণ সভায় জেলা বিভিন্ন কলেজের শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের আগামীর কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নবনির্বাচিত সভাপতি তরিকুল আলম সিদ্দিকী (নয়ন) তার বক্তব্যে শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: