[email protected] সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২

ভোলাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ই ডিসেম্বর) মুশরিভূজা ইউসুফ আলী কলেজ ও হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামির উদ্যোগে এ নির্বাচনী আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলার আমির শামসুজ্জামান আলকেস এর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সূরা সদস্য এবং জামায়েত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও চাঁপাইনবাবগন্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর