[email protected] মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২

কানসাটে ইমাম, মুয়াজ্জিন ও গ্রাম্য চিকিৎসক সমাবেশ করেছেন ড. কেরামত আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৮:১২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কানসাট ইউনিয়ন শাখার আয়োজনে পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত ইমাম ও মুয়াজ্জিন সমাবেশ এবং রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত গ্রাম্য চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত উভয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমীর, শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ০১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা ডক্টর কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মূলক, শিবগঞ্জ উপজেলা শাখার নায়েব আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ইসলাম।

এছাড়াও কানসাট ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, গ্রাম্য চিকিৎসকবৃন্দসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সমাজ গঠন, নৈতিকতা উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম, মুয়াজ্জিন এবং গ্রাম্য চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর