[email protected] বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২

ভোলাহাটে বিনামূল্যে উফসী ও হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:১৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া কৃষকদের মধ্যে বিনামূল্যে উফসী ও হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর)সকাল‌ দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী ,উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় , চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বিনামূল্যে উফসী ও হাইব্রিড ধান বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে, যাতে তারা মৌসুমি আউটপুট বৃদ্ধি করতে এবং উৎপাদন খরচ কমাতে পারেন। সরকারি সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ কৃষকদের আর্থিক স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম মাহমুদ,উপ সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ সাগর আলী ও উপকারভোগী কৃষকরা।

উপজেলায় বোরো উফশী ধান বীজ ৫ কেজি ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবে ১১০০ জন কৃষক ও বোরো হাইব্রিড ধানের বীজ ২ কেজি পাবে ১৯০ জন সুবিধা পাবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর