গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১০ ডিসেম্বর) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহল দল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, চাদর ও গরু জব্দ করে।
ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ৪৭ বোতল মদ জব্দ করে। এছাড়া বাখেরআলী ও জহুরপুরটেক বিওপি’র আরও দুইটি বিশেষ টহল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮টি শাড়ি, ৩১টি চাদর এবং ২টি গরু জব্দ করে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। এর মধ্যে মদ শিবগঞ্জ থানায় এবং শাড়ি, চাদর ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: