[email protected] বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২

শিবগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনাকষা ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে মনাকষা ঈদগাহ ময়দানে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমির, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং চাঁপাইনবাবগঞ্জ১ (শিবগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনাকষা ইউনিয়ন শাখার আমির মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি অধ্যাপক ড. কেরামত আলী ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় প্রেসক্রিপশন ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর