বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌর শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে, আজ বুধবার সকাল ১১ টায় এ উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির, চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ডক্টর কেরামত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিবগঞ্জকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে 'ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। পরিচ্ছন্ন স্বাস্থ্য কমপ্লেক্স, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, সুসংহত নগর পরিকল্পনা ও পরিবেশবান্ধব উদ্যোগসহ কয়েকটি অগ্রাধিকার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হলে শিবগঞ্জকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা চান।
উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আমির সাদিকুল ইসলাম, উপজেলা নায়েব আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ পৌরসভা আমির আবু বকর সিদ্দিক, পৌর সেক্রেটারি ও মেয়র প্রার্থী আব্দুর রউফ সহ পৌরসভার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
রাস্তা, ড্রেন ও আশপাশের এলাকাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।স্থানীয়দের অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্ন হয়ে ওঠে, যা চিকিৎসক, সেবা গ্রহীতা সহ উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: