[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৮ অগ্রহায়ণ ১৪৩২

নাচোলে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ২৩:১২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেজামপুর ইউনিয়ন শাখা জামায়াতের আমির মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমির এবং চাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নমিনি ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আমির অধ্যাপক ইয়াকুব আলী এবং নাচোল উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, “একটি দেশের মূল চালিকাশক্তি হচ্ছে যুবসমাজ। এই যুবকদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং আগামী দিনের দায়িত্ব তাদের হাতেই তুলে দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে কোন দলীয় সরকার নয়গঠন করব জনগণের সরকার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যুব সমাজের ভূমিকা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় যুবক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর