[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৮ অগ্রহায়ণ ১৪৩২

“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা

এম. হাসান

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

ছবি- আলোকিত গৌড়

আন্তর্জাতিক নারী দিবস এবং বেগম রোকেয়া দিবস-এর তাৎপর্য ধারণ করে প্রতি বছরই দেশব্যাপী নারীদের অবদানের স্বীকৃতি জানানো হয়। সেই ধারাবাহিকতায়, গত ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে 'অদম্য নারী পুরস্কার'-এ ভূষিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর গর্বিত সদস্য তিন স

এই অনন্য অর্জনে গর্বিত হয়ে, ওই তিন কৃতী নারীকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন: অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে মোসাঃ শরিফা খাতুন ,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে সুমাইয়া ইসলাম,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরীতে মোসাঃ খালেদা বেগম ।

তাঁরা মূলত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে স্থানীয়ভাবে উৎপাদনমুখী কার্যক্রমে যুক্ত থেকে নিজেদের স্বাবলম্বী করেছেন এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সমিতি কার্যালয়ে আয়োজিত এক ঘরোয়া ও প্রাণবন্ত অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। সমিতির সভাপতি মোঃ জমশেদ আলী এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তিন নারীকে 'অদম্য নারী পুরস্কার' প্রদান করা আমাদের পুরো সমিতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাঁদের এই স্বীকৃতি প্রমাণ করে যে, সমবায়ী প্রচেষ্টার মাধ্যমে নারীরা সমাজের মূল স্রোতধারায় সফলভাবে অবদান রাখতে পারে।সমিতির নিবাহী সম্পাদক মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া তাঁর বক্তব্যে বলেন, "আমরা আমাদের এই তিন বোনের সাফল্যে অত্যন্ত আনন্দিত। তাঁদের এই পুরস্কার প্রাপ্তি আমাদের সমিতির অন্যান্য সদস্যদেরকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমরা তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডঃ নূরে আলম সিদ্দিকী (আসাদ)

চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ। সংবর্ধনা শেষে, অতিথিরা ও সমিতির পরিচালনা পর্ষদের সদস্যরা এবং উপস্থিত অন্যান্য সদস্যরা মিলে পুরস্কারপ্রাপ্ত তিন নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত নারীরা তাঁদের প্রতিক্রিয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমিতির সহযোগিতা ও পাশে থাকা তাঁদের এই পথচলাকে মসৃণ করেছে। এই সম্মাননা তাঁদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর