[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় ও জমকালো আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৬

ছবি- আলোকিত গৌড়

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ। এরপর পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ১০টায় স্থানীয় খেলার মাঠে পবিত্র কুরআন তিলওয়াত ও জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এরপর পুলিশ, আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও চিত্তাকর্ষক ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন , উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, উপজেলা বিএম ডি এ কর্মকর্তা মোঃ লোকমান হাকিম।

বিজয় দিবসের এই উৎসবে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিনটি উপলক্ষে বিকেলে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর