[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

ছাত্রশিবিরের মহারাজপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

আসাদুল্লাহ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার অন্তর্গত মহারাজপুর থানার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এই সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব।

র‍্যালিটি বারঘরিয়া দৃষ্টি নন্দন মাঠ থেকে শুরু হয়ে মহারাজপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহারাজপুর স্কুল মাঠে এসে একত্রিত হয় এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আল গালিব বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, ত্যাগ ও আত্মমর্যাদার অনন্য স্মারক। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদেরকে অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রসমাজকে নৈতিকতা, সততা ও আদর্শিক শক্তিতে বলীয়ান হতে হবে। ইসলামী ছাত্রশিবির একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে ছাত্রদেরকে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”

তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার প্রকাশনা সম্পাদক আসাউল আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন শহর শাখার দাওয়াহ সম্পাদক আবু জুবাঈদ এবং সাহিত্য সম্পাদক ওয়াহেদুল ইসলামসহ শহর ও থানা শাখার বিভিন্ন পর্যারের নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর