[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আমি হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ২২:১১

সংগৃহিত ছবি

৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে থাকলে তাঁর লাশ খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী হারুনুর রশীদ।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে জেলা যুবদলের এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে ‘বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জেলা যুবদল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, ‘আমি হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। শেখ হাসিনা পালিয়ে গেছেন, আজ তিনি বাংলাদেশে থাকলে তাঁর লাশ খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশের মানুষ বীরের জাতি। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। যুদ্ধ করে দেশের গণতন্ত্র উদ্ধার করেছে।’

হারুনুর রশীদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে গত ১৫ বছরে যে বৈষম্য হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, সন্ত্রাস হয়েছে তার বিচার করব। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, আমরা যারা মিথ্যা মামলার শিকার হয়েছি, সব কিছুর বিচার করব। তবে সবকিছু আইনের মাধ্যমে করতে হবে। কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমরা অন্যায় করব না। কিন্তু অন্যায়কারীদের সহ্য করব না।’

জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক মো. তোসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিএনপির উপদেষ্টা শামসুল হক, নাচোল পৌরসভা বিএনপির সভাপতি মো. মোসাদ্দেক রহমান, ছাত্রদলের নেতা ডা. মোসফিকুর রহমান, জেলা ডক্টস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. নাসিরুদ্দীন, যুবদল নেতা আব্দুর রহমান অনুসহ অন্যরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর