মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল ৩টায় ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সামসুজ্জামান আলকেশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম কবির গোলাপ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. লোকমান আলী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাহউদ্দিন সোহাগ, সেক্রেটারি মো. আব্দুল্লাহসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালিটি উপজেলা আম চত্বর এলাকায় এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: