[email protected] শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২

চাঁপাই এ্যাপোলো হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক রোগী পেলেন ফ্রী চিকিৎসা

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকায় অবস্থিত চাঁপাই এ্যাপোলো হাসপাতালে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ২৫ শতাংশ ছাড় প্রদান করা হয়। জেনারেল চিকিৎসা, মেডিসিন, ডায়াবেটিস, শিশুরোগ, প্রসূতি ও স্ত্রীরোগসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন।

মেডিকেল ক্যাম্পে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে চিকিৎসা প্রদান করেন ডাঃ আব্দুল্লাহ আল-মামুন (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), যিনি শিশু, পুরুষ ও নারী রোগীদের জেনারেল চিকিৎসা ও আল্ট্রাসনোলজি সেবা প্রদান করেন।

এছাড়া মেডিসিন, ডায়াবেটিস ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ইনজামাম উল হক (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)। তিনি সিসিডি (বারডেম) ও সিএমইউ (আল্ট্রা) ডিগ্রিধারী এবং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে চিকিৎসা দেন ডাঃ শাহরিনা ইসলাম (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)। তিনি সিসিডি (বারডেম), সিএমইউ (আল্ট্রা) ও পিজিটি (গাইনি এন্ড অবস্) ডিগ্রিধারী এবং বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত আছেন।

চাঁপাই এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর