[email protected] রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ২২:৫২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকালে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সদর মডেল থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পরে ‘পুলিশের ধাক্কায়র তারা নিয়ন্ত্রন হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি নূরে আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর থেকে শনিবার সন্ধ্যায় পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বাকী আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর