চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও যুবশক্তি ক্লাবের উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে বাদ এশা বামুনগাঁও মহাজনের আমবাগানে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মাঠভরা দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
মো. সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধাইনগর ইউনিয়ন শাখার আমীর মো. মুজতাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, মো. হাসানুজ্জামান (পুতুল ডাক্তার), বিশিষ্ট ব্যাংকার মো. আবুল হাসান, মো. মাইনুল ইসলাম বাচ্চু, বামুনগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী যুবক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে যুবসমাজ আরও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: