চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে সংঘটিত সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ বক্স, পুলিশ ফাঁড়ি ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ঐক্য ছাত্র-জোট।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের কাছে দেওয়া স্মারকলিপিতে সংগঠনটি দাবি করে, উক্ত ঘটনার পেছনে পরাজিত শক্তি ও সংঘবদ্ধ ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ উসকানি ও সম্পৃক্ততা রয়েছে। তারা সাধারণ জনগণের আবেগকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, জেলার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং বিপ্লবী শরিক ওসমান হাদী ভাইয়ের মৃত্যুকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় বলেও উল্লেখ করা হয়।
ছাত্র-জোট নেতারা দাবি করেন, উক্ত ঘটনায় জড়িত হামলাকারী ও ইন্ধনদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: