[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

ভোলাহাটে একটিভ মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উৎসবমুখর পরিবেশে একটিভ মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়টির নিজস্ব সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটিভ মডেল একাডেমির পরিচালক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সামসুজ্জামান আলকেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারি কারী মাওলানা মো. আলাউদ্দিন এবং উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো. মিনহাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পরে অতিথিবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর