[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে হিফজুল হাদিস ও নাহু-সরফ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা

এম. হাসান

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় হিফজুল হাদিস পাঠ প্রতিযোগিতা ও জেলা পর্যায়ে নাহু-সরফ প্রতিযোগিতায় বিজয়ী এবং হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে শহরের শহীদ সাটু হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে কোরআন ও হাদিস শিক্ষায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান, অধ্যাপক মিঞা মোঃ নূরুল হক। এসময় তিনি বলেন, হিফজুল হাদিস ও নাহু-সরফের মতো মৌলিক ইসলামী শিক্ষায় শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদরাসা শিক্ষার মানোন্নয়নে এমন আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।

সম্মেলনে সভাপতিত্ব করেন, জাবালুন নূর মাল জামিয়াতুল ইসলামিয়ার সভাপতি, মাওলানা আবুজার গিফারী। তিনি বলেন, দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা রক্ষা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় আলেম-উলামা, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর