চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কৃষকের পানি দেওয়ার পাইপে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা করা চক্রের ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জে অভিনব কৌশলে মাদক চোরাচালান চক্র ধ্বংস, ১২৩ বোতল সিরাপ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কৃষকের পানি দেওয়ার পাইপে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা করা চক্রের ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
৫৯ বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর গভীর রাতে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৯-এস এলাকায় অভিযান চালানোর সময় বাংলাদেশের অভ্যন্তরে রাখা কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপটি সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পাইপটি বিওপিতে নিয়ে এসে তল্লাশি করা হলে এর ভিতরে লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় choco+ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় বিজিবি আইনি প্রক্রিয়া শুরু করেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতোই পদ্ধতি ব্যবহার করুক, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
এই ঘটনায় বিজিবি সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: